ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বাণী
সুস্থ সমৃদ্ধশালী জাতির জন্য প্রয়োজন সুষম খাদ্যের নিশ্চয়তা। কম খরচে আধুনিক পদ্ধতিতে উন্নত মানের খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য ১৯৯৩ সালে এলিয়া ইন্টারন্যাশনাল –এর যাত্রা শুরু হয়। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা এখন একটি গ্রুপ অব কোম্পানি গঠনে সক্ষম হয়েছি। একদল নিষ্ঠাবান, নিরলস এবং আত্মপ্রত্যয়ী কর্মী বাহিনী এ গ্রুপকে প্রতিদিনই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি একদিন আমরা উন্নতির চরম শিখরে পৌছাবো -ইনশাআল্লাহ।
বাংলাদেশের মানুষের বছরে ডিম গ্রহণের পরিমান মাত্র ৪৫ টি আর মাংস গ্রহণের হার মাত্র ৩.০০-৩.৫০ কেজি। FAO এর তথ্য মতে সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকে বছরে অন্তত ১০৪ টি ডিম খাওয়া দরকার, মাংস খাওয়া উচিত নুন্যতম ১৮-২০ কেজি।
এলিয়া গ্রুপ সুস্থ সুষম জাতি গঠনে বদ্ধপরিকর। সেই লক্ষে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিড সরবরাহ করছে। ১৯৯৩ সালে ৩.৫০ কেজি ফিড খাওয়ার পর ৪০ দিনে একটি ব্রয়লার মুরগীর গড় ওজন হত ১.৫০ কেজি, এখন মাত্র ২.৫০ কেজি ফিড খাওয়ার পর ২৬ দিনে মুরগীটির গড় ওজন ১.৫০ কেজি হচ্ছে কোন প্রকার হরমোন বা এন্ট্রিবায়টিক ব্যবহার না করেই। আমরা আরও উন্নতির আশা করছি।
আমাদের রাফি ওভেন ব্যাগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আধুনিক চাইনিজ ও কোরিয়ান মেশিনারিজের সমন্বয়ে উন্নত মানের পি পি ওভেন ব্যাগ তৈরি করছে যা দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানির প্রক্রিয়া চলছে। অচিরেই আমরা ৬৪ টি লুমের মাধ্যমে আধুনিক উন্নত মানের পি পি ওভেন ব্যাগ রপ্তানি করতে পারবো।
গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান এলিয়া এগ্রো কমপ্লেক্স লিমিটেড, আবদুল্লাহ ট্রেডিং, মহিমা ফ্যাশন এর কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের গ্রুপ দেশ ও জাতির জন্য অনন্য ভূমিকা রাখছে। এলিয়া হ্যাচারি লিমিটেড এবং এলিয়া মৎস্য হ্যাচারি নামে শীঘ্রই আধুনিক হ্যাচারি স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। আশা করি এর মাধ্যমে উন্নত জাতের ১ দিনের মুরগীর বাচ্চা এবং মাছের পোনা আমরা জাতিকে উপহার দিতে পারবো।
শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। সেই লক্ষে ১৬ এপ্রিল ২০১২ সালে গাজীপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠিত করা হয়, যা দেশের শিক্ষিত সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে।
পরিশেষে দীর্ঘদিনের পথ চলায় যাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণের মাধ্যমে আজ আমরা সমৃদ্ধ, তাদের সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আমরা সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে এ দেশের সম্মানিত শীর্ষস্থানীয় গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আল্লাহ আমাদের সকলের সহায় হউন। আমীন